সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
মাগুরায় ভোক্তার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ৮:২১ PM
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার সৈয়দ আতর আলী রোডে বেবী প্লাজায় অভিযান পরিচালিত হয়।

আজ সোমবার (২৪ মার্চ) পরিচালিত এ অভিযানে বিভিন্ন কাপড় ও গার্মেন্টস পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়।

এসময় মেসার্স অন্তরা পয়েন্ট নামক প্রতিষ্ঠানে তদারকিতে বিভিন্ন দেশি পণ্য বিদেশি বলে বিক্রয়, পণ্যের ক্রয় ভাউচার সংরক্ষণ না করা ও অন্যান্য অপরাধে অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় ২০,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া অপর একটি প্রতিষ্ঠান মেসার্স নিউ ফ্যাশানকে বাংলাদেশি পণ্য ইন্ডিয়ান বলে বিক্রয়, ইন্ডিয়ান ট্যাগ লাগানো ও অতিরিক্ত প্রাইস ট্যাগ লাগানোসহ অন্যান্য অপরাধে উক্ত প্রতিষ্ঠানটিকেও ৪৫ ধারায় ২০,০০০ টাকা জরিমানা করা হয় এবং সবাইকে ভবিষ্যতে এধরণের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়।

অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে মোট ৪০,০০০ টাকা জরিমানা করা হয়। কেউ যেন অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধি না করে ও ক্রেতা ভোক্তাদের সাথে খারাপ ব্যবহার না করে সে বিষয়ে সতর্ক করা হয় এবং মার্কেট কমিটির মাধ্যমে  সবাইকে নির্দেশনা দেওয়া হয়।

এসময় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন ছাত্র প্রতিনিধি মো: নাসিম, মো: হুসাইন ও মাগুরা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত