রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
ভুট্টাক্ষেত থেকে ভেসে এলো শিশুর কান্নার শব্দ, অতঃপর...
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ৮:৩৬ PM আপডেট: ২৪.০৩.২০২৫ ৮:৪৭ PM
ভুট্টাক্ষেত থেকে এক সদ্য ভূমিষ্ঠ কন্যাসন্তান পেয়েছেন এক গৃহবধূ। এ ঘটনার পরেই নবজাতক শিশুটিকে দেখতে ছুটে আসছে স্থানীয়রা। পরে স্থানীয় উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে নিয়ে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট হাসপতালে ভর্তি করায়।

আজ সোমবার (২৪ মার্চ) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মহেশালি গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে বাসার পাশে একটি ভুট্টাক্ষেতের দিকে গোবর ফেলতে যান গৃহবধূ সানু বেগম। এ সময় ওই শিশুটির কান্না শুনতে পান তিনি। একটু এগিয়ে গিয়ে দেখেন ভুট্টাক্ষেতে সদ্য ভূমিষ্ঠ এক কন্যাসন্তান পড়ে রয়েছে। পরে শিশুটিকে নিয়ে নিজ বাসায় আসেন তিনি। এরপরই স্থানীয়রা ছুটে আসে শিশুটিকে এক ঝলক দেখতে। 
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসারও আসেন সেখানে। পরে শিশুটির উন্নত চিকিৎসার জন্য তাকে সদর হাসপাতালে পাঠানো হয়।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম বলেন, ‘খবর পয়ে ঘটনাস্থলে এসেছি। শিশুটি সম্পূর্ণ সুস্থ আছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।’ 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত