শনিবার ১৯ এপ্রিল ২০২৫ ৬ বৈশাখ ১৪৩২
শনিবার ১৯ এপ্রিল ২০২৫
প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি পেল ‘দাগি’
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ৮:৩৪ PM
প্রায় দশ বছর পর প্রেক্ষাগৃহে আসছেন জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন। আসন্ন ঈদে মুক্তির লক্ষ্যে নির্মিত তার দ্বিতীয় সিনেমা ‘দাগি’ ইতিমধ্যে জমা পড়েছিল বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে।

সিনেমাটি দেখা শেষে মুক্তির অনুমতি পেল। এবার আর সিনেমাটি মুক্তিতে কোনো বাধা রইল না।

সোমবার সার্টিফিকেশন বোর্ড কর্তৃক ‘ইউ’ গ্রেডে সনদপত্র পেল ‘দাগি’, যা সব বয়সী দর্শকের জন্য উন্মুক্ত।

এর আগে সার্টিফিকেশন বোর্ডে সিনেমাটি দেখা শেষে ‘দাগি’র ভূয়সী প্রশংসা করেছিলেন এর সদস্যরা। জানিয়েছিলেন, ছবিটি দারুণ।

আমার মনে হচ্ছে অনেক দিন পর দর্শক এবারের ঈদে ভালো কিছু দেখতে পাবে।

এর আগে নির্মাতা জানিয়েছিলেন, ‘দাগি’ এমন এক গল্প যা ভাগ্য এবং পরিণতি নিয়ে দর্শকদের মধ্যে প্রশ্ন তুলবে।

এদিকে মুক্তি আর প্রায়শ্চিত্তের গল্প ‘দাগি’ দিয়ে প্রায় ৬২৭ দিন পর প্রেক্ষাগৃহে আসছেন আফরান নিশো। এখানে তার সঙ্গে অভিনয় করেছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল।

এতে আরো অভিনয় করেছেন গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু, প্রীতি আলভি প্রমুখ। বিশেষ চরিত্রে দেখা যাবে মনোজ প্রামাণিককে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত