রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
গভীর রাতে সড়কে গাছ ফেলে যাত্রীবাহী বাসে ডাকাতি
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৩:৪৬ PM
বরগুনার বেতাগী উপজেলার গলাচিপা এলাকায় সড়কে গাছ ফেলে সড়ক অবরোধ করে যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (২৪ মার্চ) রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। 

ঢাকা থেকে বরগুনাগামী ইমরান পরিবহনের বাস থেকে যাত্রীদের মোবাইল ফোন ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে ডাকাতরা। এ ঘটনার পর থেকে বরগুনা-বাকেরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ভুক্তভোগী যাত্রীরা জানায়, সোমবার রাতে যাত্রীবোঝাই করে ইমরান পরিবহনের একটি বাস বরগুনার উদ্দেশে রওনা হয়। পরে বেতাগী উপজেলার বরগুনা-বাকেরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের চান্দখালী স্ট্যান্ডে যাত্রী নামিয়ে গলাচিপা নামক এলাকায় পৌঁছালে সামনে একটি লাবিবা পরিবহনের বাস ও কয়েকটি ট্রাক দাঁড়ানো অবস্থায় দেখতে পান গাড়ির চালক। এ সময় গাড়ির গতি কমিয়ে গাড়ির চালক জানালা দিয়ে মাথা বের করে সামনের অবস্থা দেখছিলেন। হঠাত সড়কের পাশ থেকে কয়েকজন ডাকাত সদস্য এসে চালকের ঘাড়ে অস্ত্র ঠেকিয়ে গাড়ির দরজা খুলতে বলে। 

পরে গাড়ির হেলপার দরজা খুলে দিলে আট থেকে দশ জন ডাকাত সদস্য দেশীয় অস্ত্র নিয়ে গাড়ির ভেতরে প্রবেশ করে যাত্রীদের জিম্মি করে। এ সময় যাত্রীদের সঙ্গে থাকা নগদ অর্থসহ মোবাইল ফোন লুট করে তারা। পরে খবর পেয়ে সড়কে টহলে থাকা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতি সম্পন্ন করার আগেই দ্রুত বাস থেকে নেমে পালিয়ে যায় ডাকাত সদস্যরা।

ইমরান পরিবহনে থাকা যাত্রী হেমায়েত উদ্দিন বিশ্বাস বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা তিনটি যাত্রীবাহী বাস বরগুনার বেতাগী উপজেলার গলাচিপা এলাকায় পৌঁছালে সড়কে পড়ে থাকা গাছের কারণে গতি কমাতে হয়। ঠিক তখনই দেশীয় অস্ত্রসহ ডাকাত দল বাসে প্রবেশ করে আতঙ্ক সৃষ্টি করে এবং ১২ থেকে ১৫ জন যাত্রীর কাছ থেকে মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেয়। ডাকাতির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দল পালিয়ে যায়।

বাসের চালক মো. আয়নাল বলেন, লাবিবা পরিবহনের একটি বাস সড়কে দাঁড়ানো দেখে তার পেছনে গাড়ি থামাই। আমি গাড়ির দুর্ঘটনার বিষয় মনে করে জানালা দিয়ে মাথা বের করি। সঙ্গে সঙ্গে রাস্তার পাশ থেকে কিছু ডাকাত সদস্য আমার গলায় অস্ত্র ধরে দরজা খুলে দিতে বলে। পরে আমার হেলপার গাড়ির দরজা খুলে দেন। এ সময় ডাকাত সদস্যরা গাড়ির ভেতরে প্রবেশ করে দেশীয় অস্ত্র ঠেকিয়ে যাত্রীদের নগদ অর্থসহ মোবাইল লুট করে নেয়। তবে এ ঘটনার তিন থেকে চার মিনিটের মধ্যে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেলে দ্রুত বাস থেকে নেমে পালিয়ে যায় ডাকাতরা।

বেতাগী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ঘটনার খবর পেয়েই সড়কে ডিউটিরত টহল পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে ডাকাত সদস্যরা পালিয়ে যায়। তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ না পৌঁছলে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। কারণ, ওখানে একাধিক গাড়ি জমে গিয়েছিল। তবে যাত্রীদের নিরাপত্তার জন্য সড়কে পুলিশের টহল জোরদার রয়েছে। এ ঘটনায় জড়িত ডাকাত সদস্যদের গ্রেফতার করতে রাত থেকেই পুলিশের অভিযান শুরু করা হয়েছে। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত