রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
চুরি ও হারিয়ে যাওয়া ১৫টি মোবাইল মালিকদের ফেরত দিল এপিবিএন
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৬:৫২ PM
খুলনায় বিভিন্ন সময়ে চুরি হওয়া ও হারিয়ে যাওয়া ১৫টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিয়েছে ৩ এপিবিএন খুলনা। মঙ্গলবার (২৫ মার্চ) এপিবিএন’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ফেব্রুয়ারি মাসে ৩ এপিবিএন খুলনার অপস এন্ড ইন্টেলিজেন্স শাখার সাইবার ক্রাইম ইউনিট বিভিন্ন থানায় মোবাইল হারানো সংক্রান্তে হওয়া জিডির প্রেক্ষিতে দেশের বিভিন্ন প্রান্ত হতে সর্বমোট ১৫টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩ এপিবিএন খুলনা হ্যাক হওয়া ফেসবুক আইডি উদ্ধার এবং বিকাশ প্রতারণার শিকার ব্যক্তিকে আইনি সেবা প্রদান করে থাকে।

হারানো মোবাইল উদ্ধার এবং মালিকদের কাছে হস্তান্তরের সময় এপিবিএন ৩ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি, এম এম সালাহউদ্দিন বলেন জনসাধারণের সাড়া পেলে হয়তো আমরা অধিক ভুক্তভোগীকে আইনী সেবা প্রদান করতে পারবো।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত