রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
খুলনায় ক্ষুদ্রঋণ সহায়তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৭:১৮ PM
খুলনায় বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ক্ষুদ্র ঋণ সহায়তাকারী প্রতিষ্ঠান সমুহের সাথে ঋণ সহায়তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ২.৩০ টায় ওয়েলফেয়ার সেন্টার খুলনার আয়োজনে সোনাডাঙ্গাস্থ্য জেলা ওয়েলফেয়ার সেন্টার খুলনার নিজস্ব অফিস কক্ষে অনুষ্ঠিত সেমিনারে রেইজ প্রকল্পের সহকারী পরিচালক মোঃ ফসিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইমরান আহমেদ (উপসচিব), পরিচালক (প্রশাসন ও উন্নয়ন), ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

‘‘প্রত্যাগত অভিবাসী, ফিরে এলেও পাশে আছি’’ স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত সমন্বয় সভায় খুলনা ওয়েলফেয়ার সেন্টারের কাউন্সিলর মঈন আহমেদের পরিচালনায় এনজিও প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন, সিএসএস খুলনার মোঃ আমিরুল ইসলাম, ডিএসকে খুলনার মোঃ সুলতান উদ্দিন, হীড বাংলাদেশের যোগেশ মন্ডল, নবলোক পরিষদের রাজিয়া সুলতানা, জাগরনি চক্র ফাউন্ডেশনের মোঃ আবু সাঈদ, ওয়েভ ফাউন্ডেশন খুলনার মোঃ আব্বাজ উদ্দিন, আশার মোঃ মাসুম আলী, ব্রাক খুলনা অফিসের ভবেষ কুমার সরকার প্রমুখ।

রেইজ প্রকল্পের আওতায় বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃ একত্রীকরণের লক্ষ্যে মনো-সামাজিক এবং অর্থনৈতিক পরামর্শ প্রদান, রেফারেলের আওতায় প্রত্যাগত কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কারিগরি ও আর্থিক সহযোগিতা, কর্মীদের দক্ষতা সনদ ও নির্বাচিত প্রত্যাগত অভিবাসী কর্মীদের নগদ ১৩ হাজার ৫০০ টাকা প্রণোদনা প্রদান করা হয়। এই প্রকল্পের আওতায় অভিবাসী কর্মীদের তথ্য সমৃদ্ধ ডাটাবেজ তৈরি করা হচ্ছে।

বক্তরা বলেন, রেমিট্যান্স যোদ্ধারা আমাদের অহংকার। প্রবাসীদের প্রেরিত অর্থ দেশের অর্থনীতির চাকা সচল রাখছে। মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন আর প্রবাসীরা তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত বৈদেশিক মুদ্রা দেশে প্রেরণ করে দেশের অর্থনীতিকে সচল রেখেছেন। এজন্য তাদেরকে রেমিটেন্স-যোদ্ধা হিসেবে অভিহিত করা হয়। দেশের সীমানার বাইরে দেশের মানবৃদ্ধিতে এই প্রবাসীরাই পালন করতে পারেন ঐতিহাসিক দায়িত্ব । শুধু তাই নয় তারা দেশের রিজার্ভও ঠিক রেখেছেন। 
সে জন্য রেমিটেন্স যোদ্ধাদের জীবন জীবিকা উন্নয়নের জন্য তাদের কে ক্ষুদ্র ঋণের আওতায় নিয়ে আসা প্রয়োজন। উপস্থিত সকলে প্রত্যাগত অভিবাসীদের উদ্যোক্তা হিসাবে গড়ে তোলার জন্য ক্ষুদ্র ঋণ সহায়তা প্রদানে সম্মত হন।

খুলনা ওয়েলফেয়ার সেন্টারের আওতায় খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাট জেলায় মোট ৯১১৭ জন রেজিষ্ট্রেশন করেছেন এবং তার মধ্যে ৫৩৯৯ জনকে ব্যাংক একাউন্ট এর মাধ্যমে এককালীন ১৩,৫০০/- টাকা নগদ প্রণোদনা প্রদান করা হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত