শনিবার ১৯ এপ্রিল ২০২৫ ৬ বৈশাখ ১৪৩২
শনিবার ১৯ এপ্রিল ২০২৫
নির্বাচন কেন্দ্রিক সংস্কারের প্রস্তাব
অক্টোবরের মধ্যে নির্বাচন চায় ১২ দলীয় জোট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ৫:০৮ PM
শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক সংস্কারের প্রস্তাব ছাড়া বাকি সংস্কার নির্বাচিত সংসদে বাস্তবায়নের প্রস্তাব দিয়ে ১২ দলীয় জোট সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছে। একইসঙ্গে, আগামী অক্টোবরের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে বিএনপির মিত্র এই জোট।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে জাতীয় সংসদ ভবন সংলগ্ন কমিশন কার্যালয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি বদিউল আলম মজুমদারের কাছে প্রস্তাব জমা দেন ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

শাহাদাত হোসেন সেলিম বলেন, জাতীয় ঐকমত্য কমিশন আমাদের ৫টি কমিশনের রিপোর্ট দিয়েছিল। সেখানে আমরা যে-সব বিষয়ে একমত হয়েছি তা নির্বাচিত সংসদে বাস্তবায়নের আহ্বান জানিয়েছি। বাকি প্রস্তাবগুলোর ওপর পরবর্তীতে আলাপ-আলোচনা করে ঠিক করার আহ্বান জানিয়েছি।

তিনি বলেন, এছাড়া সংস্কার কমিশনের ৮টি প্রস্তাবের ওপর আরও আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণের জন্য ১২ দলীয় জোটের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবের মধ্যে গণভোট ও রাষ্ট্রের নাম পরিবর্তন বিষয়ে ১২ দলীয় জোটের কোনো প্রয়োজনীয়তা নেই বলে উল্লেখ করেন সেলিম। তিনি আরও বলেন, আমরা জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ ও স্থানীয় সরকার নির্বাচন প্রয়োজনীয় মনে করি না।

১২ দলীয় জোটের পক্ষ থেকে আগামী অক্টোবরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দাবি জানানো হয়েছে। সেলিম বলেন, ঐকমত্য কমিশনের প্রস্তাবে দুদকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে। আমরা মনে করি বিষয়টি স্পর্শকাতর, তাই এটি নিয়ে আরও পর্যালোচনা করা প্রয়োজন।

সেলিম জানান, জমাকৃত ১৬৬টি প্রস্তাবের মধ্যে ১২ দলীয় জোট ১১০টি সঙ্গে একমত পোষণ করেছে, ৪৮টিতে দ্বিমত পোষণ করেছে এবং ৮টি প্রস্তাব নিয়ে আলোচনার অবকাশ রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, ১২ দলীয় জোটের নেতা মুফতি মাওলানা মহিউদ্দিন একরাম, শামসুদ্দিন পারভেজ, আমিনুল ইসলাম।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত