হাইনান থেকে বেইজিংয়ের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২৭ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় তিনি হাইনান ত্যাগ করেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।
চার দিনের চীন সফরের প্রথম দিনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন। এছাড়া দ্বিপক্ষীয় বৈঠকসহ কমপক্ষে আটটি ইভেন্টে যোগ দেন তিনি।
শুক্রবার (২৮ মার্চ) সকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার।