রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
ইশরাককে মেয়র ঘোষণা, ইসির গেজেট প্রকাশ ঈদের পর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ৮:১৬ PM
বিএনপি দলীয় মেয়র প্রার্থী ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা করে ঈদের পর গেজেট প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

বৃহস্পতিবার (২৭ মার্চ) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

আদালত থেকে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে ইসির করণীয় সম্পর্কে জানতে চাইলে ইসি সচিব বলেন, আদালতের রায়ের প্রতি আমরা শ্রদ্ধাশীল। তাই আইনানুযায়ী আমরা ব্যবস্থা নেব। রায়ে যে নির্দেশনা দেওয়া হয়েছে সে অনুযায়ী ব্যবস্থা নেব। রায়ের কপি পাওয়ার পর বিলম্ব করার কোনো অবকাশ নেই। সিদ্ধান্ত যাই হোক না কেন আমরা দ্রুতগতিতে তা বাস্তবায়ন করবো।’

এর আগে বৃহস্পতিবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম ২০২০ সালে অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনের ফল বাতিল করে ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করে রায় দেন। ইশরাক হোসেন অবিভক্ত ঢাকার সিটির মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত