রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ৮:৫৯ PM
গাজীপুরের টঙ্গীর পাগার এলাকায় বকেয়া বেতন ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে হংকং এপারেলস নামক একটি পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার রাত থেকে কারখানার সামনে অবস্থান নেয় তারা। 

এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা সড়কে টায়ার ও কাঠের  টুকরায় আগুন ধরিয়ে দেয়। রাত সাড়ে বারটা পর্যন্ত কারখানার সামনে শ্রমিকরা অবস্থান নিয়ে কোনো সমাধান না পেয়ে অনেকে বাসায় ফিরে গেলেও কিছু শ্রমিক কারখানার সামনের সড়কে অবস্থান নিয়ে রাত্রিযাপন করেন এবং সেহরি করেন।

শুক্রবার সকালে একই দাবিতে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার সামনের আঞ্চলিক সড়কে কাট ফেলে অবরোধ করে ফের বিক্ষোভ করেন।  

শ্রমিকরা জানায়, কারখানাটিতে প্রায় ৫শত জন শ্রমিক কাজ করেন। যাদের চাকরির মেয়াদ একবছর পূর্ণ হয়েছে ২০মার্চ তাদেরকে ঈদ বোনাস দিয়েছে মালিকপক্ষ। কিন্তু আগামী শনিবার থেকে ঈদের ছুটি শুরু হলেও এখনও পর্যন্ত কারখানার শতাধিক শ্রমিকের গত জানুয়ারি মাসের বকেয়া বেতন পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। এছাড়াও ফেব্রুয়ারী মাসের পূর্ণ বেতন ও মার্চ মাসের অর্ধেক বেতন পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন। 

তারা বলেন, বেতন না পেলে আমরা কিভাবে ঈদ করবো, রাতে কারখানার সামনের সড়কে অবস্থান নিয়ে সেহরি খেয়েছি ও রাত্রিযাপন করছি। বেতন-ভাতা না পেলে ঘরে ফিরে যাব না।

বৃহস্পতিবার সকালে শ্রমিকদের পাওনা পরিশোধের কথা ছিল। সন্ধ্যা পেরিয়ে রাত হলেও বেতন পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা রাত নয়টার দিকে কাজ বন্ধ করে কারখানার ভেতর অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে শ্রমিকরা রাতে কারখানা থেকে বেরিয়ে সামনের শাখা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। 

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) ইসমাইল হোসেন বলেন, বৃহস্পতিবার রাত থেকে বেতন-ভাতার দাবিতে শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শণ ও টায়ারে অগ্নিসংযোগ করেন। রাতে সমস্যার কোনো সমাধান না হওয়ায় শুক্রবার সকালে শ্রমিকরা ফের কারখানার সামনে অবস্থান নিয়েছেন। মালিকপক্ষকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে আলোচনা করে সমস্যার সমাধানের পথ খোঁজা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত