রাজধানীর মিরপুর ১০ নম্বরে মায়ের সামনেই হকারদের বেধড়ক মারধরের শিকার হয়েছেন এক যুবক।
প্রতক্ষ্যদর্শীরা জানান, গতকাল শুক্রবার (২৮ মার্চ) সকালে ফুটপাতের এক দোকানদারের সঙ্গে তার কথা কাটাকাটি হলে কয়েকজন হকার মিলে তাকে এলোপাতাড়ি মারধর করেন।
বাংলাদেশ বুলেটিনের ফেসবুক পেইজে আজ ভোর থেকে
এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সারাদেশের নেটিজেনসহ মিরপুরের স্থানীয় ছাত্রজনতা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়।
পরে শনিবার (২৯ মার্চ) বিকালে তারা একত্রিত হয়ে অভিযুক্তদের দোকানে যান, সিন্ডিকেটের কয়েকজনকে চিহ্নিত করে আটক করেন এবং গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।
মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্ত পালিয়ে গেলেও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।