রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবার ওপর হামলা
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১২:৫৯ AM
রামগঞ্জে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা বিএনপি নেতা আজিজুর রহমান বাচ্চু মোল্লার ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে হাতে আঘাত পেয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি।

রোববার সন্ধ্যায় উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামের বাড়িতে হামলার শিকার হন তিনি।

এ ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ১০টার দিকে উপজেলা সদরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ মিছিল করেছে। মিছিল শেষে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।

ইছাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বাচ্চু মোল্লা তার ভাতিজা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদী মঞ্জুর বাড়িতে হামলার প্রতিবাদ করতে গেলে হামলার শিকার হন বলে স্থানীয়রা বলছেন।
তারা বলেন, এদিন সন্ধ্যায় স্থানীয় বিএনপি-ছাত্রদলের লোকজন উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদী মঞ্জুর বাড়িতে হামলা চালায়। এসময় উপদেষ্টা মাহফুজের বাবা বাচ্চু মোল্লা বাধা দেন। একটি পক্ষ ওই সময় ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা করে। এতে তিনি হাতে আঘাত পান। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি বাড়িতে আছেন।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী মঞ্জু বলেন, অসুস্থ মাকে দেখতে বিকালে বাড়িতে যাই। খবর পেয়ে বিএনপির লোকজন বাড়িতে হামলা করে। আমি এর আগেই বাড়ি থেকে বের হয়ে যাই। তখন বাচ্চু কাকা হামলাকারীদের বাধা দিতে গিয়ে হামলার শিকার হন।

বাচ্চু মোল্লার মোবাইল ফোনে কল করা হলে পরিবারের এক সদস্য ধরে বলেন, তিনি (বাচ্চু মোল্লা) এখন ভালো আছেন। বাড়িতেই রয়েছেন।

রামগঞ্জ থানার ওসি আবুল বাশার বলেন, বাচ্চু মোল্লার বাড়ির সামনে দুটি পক্ষ ঝামেলায় জড়ায়। তখন উভয়পক্ষকে শান্ত করার চেষ্টা করলে একটি পক্ষের লোকজন তাকে আঘাত করে। হাতে আঘাত পেলে তাকে হাসপাতাল নিয়ে চিকৎসা করানো হয়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত