রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, যুবদল নেতাসহ আহত ১৫
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ২:৫৩ AM আপডেট: ০৩.০৪.২০২৫ ২:৫৫ AM
ঝালকাঠির নলছিটি উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে যুবদলের যুগ্ম আহ্বায়কসহ অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন। 

বুধবার (২ এপ্রিল) রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে উপজেলার মগড় ইউনিয়নের শ্রীরামপুর বাজার এলাকায় এ সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গেল রমজান মাস থেকে ক্রিকেট খেলা নিয়ে দুপক্ষের বিরোধ চলছিল। বুধবার ঝালকাঠি স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শহীদুল্লাহ শহীদ এবং একই এলাকার মগড় ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আদু হাওলাদারের নেতৃত্বে দুই পক্ষ মুখোমুখি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদুল্লাহ শহীদের নেতৃত্বে একটি দল এলাকায় প্রবেশ করে আধিপত্য বিস্তারের চেষ্টা করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে ঝালকাঠি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মাইসুল ইসলামসহ প্রায় ১৫ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নলছিটি থানা পুলিশের ডিউটি অফিসার জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিক দুপক্ষের বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত