রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
পটুয়াখালীতে কারাগারের ব্যারাক থেকে কারারক্ষীর মরদেহ উদ্ধার
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ৩:৫৫ AM আপডেট: ০৩.০৪.২০২৫ ৪:০১ AM
পটুয়াখালী জেলা কারাগারের ব্যারাক থেকে শাজিদুল ইসলাম (৪২) নামে এক কারারক্ষীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও বিষয়টি খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

কারাগার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার (২ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে রোল কলের সময় শাজিদুল ইসলামকে না পেয়ে সহকর্মীরা তার খোঁজ শুরু করেন। পরে তারা ব্যারাকে গিয়ে তার কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। সন্দেহ হলে দরজা খুলে ভেতরে প্রবেশ করে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয় এবং তাকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সহকর্মীদের প্রাথমিক ধারণা, ঈদের ছুটির আবেদন নামঞ্জুর হওয়ায় মানসিক চাপে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। বিষয়টি নিশ্চিত হতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্টরা।

এ বিষয়ে পটুয়াখালী জেলা কারাগারের জেল সুপার মো. মাহবুবুল আলম বলেন, ‘ঘটনার বিষয়ে আমরা তদন্ত করছি। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা নিশ্চিত হওয়ার জন্য তার সহকর্মী ও পরিবারের সঙ্গে কথা বলা হচ্ছে।’

পটুয়াখালী জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ বলেন, ‘শাজিদুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়ে আমরা অবগত। তার পরিবারের সঙ্গে কথা বলা হচ্ছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ ঘটনায় শাজিদুল ইসলামের পরিবার, সহকর্মী ও কারাগারের অন্য কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সংশ্লিষ্টরা বলছেন, তদন্ত শেষে তার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত