রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
ঈদের ছুটি শেষে ফিরতি যাত্রায় বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ৩:২১ PM
দীর্ঘ ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন মানুষ। প্রিয়জনদের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়ে কর্মস্থলে ফেরার এই যাত্রা ছিল অনেকটাই নির্বিঘ্ন। সরকারি কর্মজীবীরা এবারের ঈদে সাপ্তাহিক ছুটি ও নির্বাহী আদেশে পাওয়া অতিরিক্ত ছুটি মিলিয়ে টানা ৯ দিনের অবকাশ উপভোগ করেছেন। 

আজ শনিবার (৫ এপ্রিল) সেই ছুটির আনুষ্ঠানিক ইতি ঘটেছে। আগামীকাল রবিবার (৬ এপ্রিল) থেকে রাজধানী আবারও ফিরবে তার চিরচেনা কর্মচাঞ্চল্যে। তার জন্যই কর্মজীবী মানুষদের ঢাকা ফেরা।

বাস টার্মিনালগুলোতে ঢাকায় ফেরা যাত্রীদের ভিড় দেখা গেছে। তবে যাত্রীদের অভিযোগ কিছু গণপরিবহনে বাড়তি ভাড়া নেওয়ার। রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে, যাত্রাবাড়ি, জনপথ মোড় বাস স্টপেজ ঘুরে এ চিত্র দেখা গেছে।

সায়েদাবাদ সংলগ্ন জনপথ মোড় বাস স্টপেজে কথা হয় ওয়াসিম মঈনের সঙ্গে। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে সরকারি চাকরি করেন। ঈদের আনন্দ ভাগাভাগি করতে শরিয়তপুরে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। ঈদের ছুটি শেষ হওয়ায় তিনি আজ শরিয়তপুর সুপার সার্ভিসে করে ঢাকায় ফিরেছেন।

তিনি বলেন, এবার ঈদে যাওয়া-আসায় কোনো ভোগান্তি পোহাতে হয়নি। তবে শরিয়তপুর সুপার সার্ভিস পরিবহনের বিরুদ্ধে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করে বলেন, ২৫০ টাকার ভাড়া ৪০০ টাকা করে নিচ্ছে।

যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের ঈদযাত্রা ছিল তুলনামূলক স্বস্তিদায়ক। তবে ফিরতি যাত্রায় ভাড়া বেশি নেওয়ারও অভিযোগ করেছেন কেউ কেউ।

ঢাকা, চট্রগ্রাম, সিলেটসহ বিভিন্ন রুটে টিকিট প্রতি ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বেশি ভাড়া নেয়ার অভিযোগ উঠেছে। 

সিরাজগঞ্জে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে নিউ ঢাকা রোডের বিভিন্ন বাস কাউন্টারে অভিযান চালায় জেলা প্রশাসন। এসময় এসআই এন্টারপ্রাইজ, সেবা লাইন, জেনিন সার্ভিস এবং অভি বাসের কাউন্টারকে ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়।

বাস সংশ্লিষ্টরা বলছেন, ঈদের ছুটির শেষ দিন হওয়ায় আজ রাজধানীমুখী যাত্রীর সংখ্যা সবচেয়ে বেশি। তারা জানান, গত দুই দিন ধরেই যাত্রীরা ফিরতে শুরু করলেও আজ ছিল যাত্রীর মূল চাপ। সকাল থেকে আসা প্রতিটি ট্রিপেই যাত্রী ছিল ফুল।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত