সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
পতেঙ্গায় এক কোটি ষাট লক্ষ টাকার স্বর্ণলংকার ও মালামাল উদ্ধার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ৭:৫৫ PM
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি ১৫৫ গ্রাম স্বর্ণ , ৫টি মোবাইল, ০২টি ল্যাপটপ ও ১৩ কাট বিদেশী সিগারেট সহ প্রায় ১,৬০,০০০০০ (এক কোটি ষাট লক্ষ) টাকার স্বর্ণলংকার ও মালামাল উদ্ধার করা হয়েছে৷ এসময় ৫ জনকে গ্রেফতার করে পতেঙ্গা থানা পুলিশ। 

পতেঙ্গা থানার সূত্র জানিয়েছে, শুক্রবার (৪ এপ্রিল) রাত ১১ টা ২০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা থানাধীন এয়ারপোর্ট মোড়ে চেকপোষ্ট করে সন্দিগ্ধ গাড়ি তল্লাশী করে আসামী তৌফিকুর রহমান সোহাগ (৩৭), আকিদুল আলম শান্ত (২২), হাসান মুরাদ (২৪), নাইমুল হক (২০)কে আটক করেন এবং তাদের হেফাজত থেকে ১ কেজি ১৫৫ গ্রাম স্বর্ণ , ৫টি মোবাইল, ২টি ল্যাপটপ ও ১৩ কাট বিদেশী সিগারেট সহ প্রায় ১,৬০,০০০০০ (এক কোটি ষাট লক্ষ) টাকার মালামাল উদ্ধার করা হয়। 

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি মোতাবেক অপর সহযোগী আসামী মনির আহমেদ (৪৮) কে এয়ারপোর্টের সামনে ১৫ নং ঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত