শনিবার ১৯ এপ্রিল ২০২৫ ৬ বৈশাখ ১৪৩২
শনিবার ১৯ এপ্রিল ২০২৫
গাছের ডাল কেটে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছার বিলবোর্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ৯:১০ PM
সিলেটে কয়েকটি স্থানে গাছের ডাল কেটে ঈদ শুভেচ্ছার বিলবোর্ড লাগানোয় মহানগর বিএনপির সহসভাপতি ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আমির হোসেনের পদ স্থগিত করা হয়েছে।

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জিকে গউছ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দলীয় পদ স্থগিতের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিলেট মহানগরের কয়েকটি স্থানে রোড ডিভাইডারে গাছের ডাল কেটে আমির হোসেনের ঈদের শুভেচ্ছা বিলবোর্ড লাগানো হয়েছে। ফলে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং দলীয় ভাবমুর্তি ক্ষুণ্ন হয়েছে। এতে আমির হোসেন দলীয় নির্দেশনা ও শৃঙ্খলা ভঙ্গ করেছেন। বিষয়টি ইতোমধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে এসেছে। আমির হোসেনের এ গর্হিত কাজের জন্য নির্দেশক্রমে আগামী ৩ মাসের জন্য প্রাথমিক সদস্য পদসহ দলের সব পদ স্থগিত করা হলো।

অভিযোগের বিষয়ে বিএনপি নেতা মো. আমির হোসেন বলেন, বহিষ্কার নয়, তিন মাসের জন্য আমাকে দলীয় পদ-পদবি থেকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

তিনি আরও বলেন, মূলত বিলবোর্ড স্থাপন কাজে নিয়োজিত কর্মীরা বৈদ্যুতিক তার থেকে কিছুটা দূরত্ব রেখে বিলবোর্ড স্থাপনের সুবিধার্থে গাছের দুই-তিনটে ডালপালা কেটে ফেলেছে। গাছটি অরক্ষিত রয়েছে। আসলে ছোট্ট বিষয়কে ঢালাওভাবে সাজিয়ে রঙ মাখানো হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত