রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
একই দড়িতে ঝুলছিল মা-ছেলের মরদেহ
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, ৫:১৫ PM
ঝালকাঠির নলছিটি উপজেলায় একটি রেইন্ট্রি গাছে একই দড়িতে ঝুলন্ত অবস্থায় মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৬ এপ্রিল) সকালে উপজেলার মগড় ইউনিয়নের রায়াপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রুবি বেগম (৫৫) ও তার ছেলে আসাদ মাঝি (৩৫)। এর মধ্যে রুবি বেগম স্থানীয় আবু হানিফ মাঝির দ্বিতীয় স্ত্রী। তাদের আরও তিন সন্তান রয়েছে।

নিহত রুবি বেগমের স্বামী হানিফ মাঝি বলেন, একই এলাকার সিরাজ হাওলাদারের মেয়ে গত রমজান থেকে নিখোঁজ। তাদের দাবি আমার ছেলে তাদের মেয়েকে লুকিয়ে রেখেছে। এ কারণে তার ছেলে সাদ্দাম আমার ছেলেকে মারধর করেছে এবং বিভিন্ন হুমকি দিয়ে চাপ সৃষ্টি করেছে। এসব কারণে আমার স্ত্রী ও ছেলে আত্মহত্যা করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আসাদ ও তার মা খুলনায় বসবাস করতেন। ঈদ উপলক্ষ্যে কয়েক দিন আগে তারা নিজ গ্রামে আসেন।

নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সকালে আমরা ঘটনাস্থলে যাই। ঘরের পেছনের একটি রেইন্ট্রি গাছে একই দড়িতে মা ও ছেলের ঝুলন্ত মরদেহ দেখতে পাই। পরে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত