শনিবার ১৯ এপ্রিল ২০২৫ ৬ বৈশাখ ১৪৩২
শনিবার ১৯ এপ্রিল ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৩:৫৯ PM আপডেট: ০৭.০৪.২০২৫ ৪:১০ PM
ইসরায়েলের বর্বর হামলা বন্ধ ও ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে ‘ওয়ার্ল্ড স্টপ ফর গাজা’ কর্মসূচির সমর্থন জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। 

গাজায় গণহত্যা বন্ধের দাবিতে সকাল থেকে এই এলাকায় বিক্ষোভ করছে ছাত্র-জনতা। এসময় ইসরায়েলের রাষ্ট্রপতি বেনজামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষুব্ধ জনতা।

সোমবার (৭ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, বেলা ১১টা থেকে বিভিন্ন স্কুল, কলেজ, মেডিক্যাল শিক্ষার্থী ও জনতা ঢাবির টিএসসিতে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। পরবর্তী সময়ে বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক ছাত্র-জনতা টিএসসিতে জড়ো হয়ে ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিতে থাকেন। 

বিক্ষোভে ছাত্র-জনতা ইসরালের পণ্য বয়কট ও ফিলিস্তিনকে স্বাধীন করার লক্ষে সবাইকে এক হয়ে লড়াই করার আহ্বান জানানো হয়। এসময় তারা ‘নারায়ে তাকবীর আল্লাহু আকবার; লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই; দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো; ওয়ান-টু-থ্রি-ফোর, ইসরায়েল নো মোর; ফরম দ্যা রিভার, টু দ্যা সি প্যালেস্টাইন উইল বি ফ্রি; ফ্রি-ফ্রি প্যালেস্টাইন’সহ নানান স্লোগান দেন।
কর্মসূচিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সম্মিলিতভাবে ফিলিস্তিনের পতাকা উত্তলণ করে ফিলিস্তিনের মুক্তির দাবিতে স্লোগান দেন। প্রতিবেদন লেখা পর্যন্ত টিএসসি এলাকায় এখনও পর্যন্ত বিক্ষোভ চলমান।

এদিকে ফিলিস্তিনের মুক্তি ও গাজা এলাকায় গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ করেছে ন্যাশনাল ডক্টর’স ফোরামসহ একাধিক চিকিৎসকদের সংগঠন ও নার্সিং কলেজের শিক্ষার্থীরা। তারা শহীদ মিনার থেকে একটি মিছিল বের করে টিএসসি হয়ে শাহবাগে অবস্থান করেন। 

এসময় শাহবাগে গায়েবানা জানাজা করার কথা থাকলেও কর্মসূচি বাতিল করে বিক্ষুব্ধ চিকিৎসক ও শিক্ষার্থীরা বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভেতরে অবস্থান নেন এবং সেখানে গায়েবানা জানাজা পড়েন তারা।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত