সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে টঙ্গীতে বিক্ষোভ
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৮:০৩ PM
ফিলিস্তিনের গাজা, রাফাহ, খান ইউনুসসহ সারা দেশ জুড়ে দীর্ঘদিন যাবৎ চলমান ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ধর্মপ্রান মুসলিম তৌহিদী জনতা ও আলেম সমাজ।

সোমবার দুপুরে নগরীর টঙ্গী বাজার, পাগার, শিলমুন চেরাগ আলী, কলেজগেটসহ বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে স্টেশন রোড এলাকায় জড়ো হন তারা। এসময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ঢাকামূখী অংশে যান চলাচল বিঘ্নিত হয়ে যানজটের সৃষ্টি হয়। পরে সংক্ষিপ্ত প্রতিবাদ সভার মধ্য দিয়ে কর্মসুচী শেষ করা হয়।

এসময় বক্তারা বলেন, আমেরিকার প্রত্যক্ষ মদদে দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের মুসলমানদের উপর গনহত্যা চালাচ্ছে তা কোন ভাবেই মেনে নেওয়া যায় না। মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা মসজিদসহ গাজা, রাফাহ, খান ইউনুসের মত শহর আজ ধংসস্তুপে পরিনত হয়েছে। হত্যা করা হয়েছে নারী শিশুসহ লক্ষ মুসলমানকে। অবিলম্বে এই গনহত্যা বন্ধ করে স্বাধীন ফিলিস্তিনকে দখলদার মুক্ত করা দাবী জানান তারা। অন্যতায় সারা পৃথিবীর সব মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে ধংস করার হুঁশিয়ারী দেন তারা।

এসময় উপস্থিত ছিলেন টঙ্গী অঞ্চলের বিভিন্ন মসজিদের খতিব, আলেম ও সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত