রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
ভূঞাপুরে ইউএনওকে হুমকি ও বিশৃঙ্খলার দায়ে আটক ১
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৮:০৭ PM
টাঙ্গাইলের ভূঞাপুরে ইউএনওকে হুমকি ও বিশৃঙ্খলার দায়ে রানা‌ (৩০) নামে একজনকে আটক করা হ‌য়ে‌ছে। রবিবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে তাকে আটক করা হয়। রানা ভূঞাপুর পৌরসভার ফসলান্দী গ্রামের হাজী শফি উদ্দিনের পালক ছেলে।

জানা যায়, ঈদ শে‌ষে কর্মস্থলে ফেরা মানু‌ষের কাছ থে‌কে ভূঞাপুর বাসস্ট্যান্ড থে‌কে বা‌সে বাড়‌তি ভাড়া আদায়ের অভিযোগ করেন সাধারণ শিক্ষার্থীরা। এরই পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) একযোগে পু‌লিশের সহায়তায় ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম‌্যমান আদালত পরিচালনা ক‌রে জ‌রিমানা করেন।

এতে অতিরিক্ত ভাড়া আদায়কারী কয়েকটি বাস, সিএনজি, রাস্তার পাশে অবৈধভাবে দাঁড় করিয়ে রাখা ড্রাম ট্রাক, মোটরসাইকেল ও চায়ের দোকানে প্রকাশ্যে ধুমপান করার অপরাধে বেশ কয়েকজনকে মোট ১১ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। এরমধ্যে ড্রাম ট্রাক দেখাশোনা করার কাজে নিয়োজিত থাকা রানাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ১ বছরের জেল দেন ভ্রাম্যমাণ আদালত।

এসময় সেখানে উপ‌স্থিত সাধারণ শিক্ষার্থীদের ওপর একদল শ্রমিক অসৌজন্যমূলক আচরণ ও শারীরিকভাবে আক্রমণ করে। এসময় রানা নামের এক যুবক শিক্ষার্থীদের কাছ থেকে জরিমানার টাকা আদায় করার হুমকি দেয়। পরবর্তীতে ভুক্তভোগী শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে অভিযোগ করে। পরে রানা ইউএনওর কার্যালয়ে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং ইউএনওকে হুমকি দেয়। প‌রে পু‌লি‌শে খবর দিলে ভূঞাপুর থানা পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে রানাকে আটক করেন।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল ক‌রিম জানান, ইউএনওকে হুমকি ও তার সাথে অসৎ আচরণের অভিযোগে রানা নামে এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ প‌পি খাতুন জানান, বাসস্ট্যান্ড এলাকায় অতিরিক্ত ভাড়া আদা‌য়ের বিরুদ্ধে অভিযান প‌রিচালনা করা হয়। এতে রানা না‌মের এক যুবক কার্যালয়ে এসে বিশৃঙ্খলা করে ও হুম‌কি দেয়। এবিষ‌য়ে আইনগত ব্যবস্থা গ্রহণ ক‌রা হ‌বে বলে জানান তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত