রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
জুলাই আন্দোলনে চোখ হারানো যুবককে কুপিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৮:২১ PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকায় পুলিশের গুলিতে চোখ হারান পিরোজপুর সদর উপজেলার টোনা গ্রামের বাসিন্দা ফরিদ শেখ (১৭)। পূর্ব শত্রুতার জেরে চোখ হারানো এ যুবককে কুপিয়েছে সন্ত্রাসীরা। এতে গুরুতর আহত হয়েছেন তিনি। 

রোববার রাতে টোনা গ্রামের গোপেরহাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত ফরিদ শেখ টোনা গ্রামের ইলিয়াছ শেখ ও সালমা বেগমের পালিত ছেলে।

হামলার ঘটনায় আহতের মা সালমা বেগম বাদী হয়ে পাঁচজনের নাম মামলা করেছেন। মামলয় তিন থেকে চারজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

আসামিরা হলেন, উপজেলার রাজারকাঠী গ্রামের নাছির কাজীর ছেলে রাকিব কাজী, শহীদ হাওলাদারের ছেলে রুপম হাওলাদার, মোতাহার কাজীর ছেলে নাজির কাজী, ছিদ্দিক সিকদারের ছেলে শাকিল সিকদার ও শাকিল সিকদারের ছেলে সিয়াম সিকদার।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত