বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকায় পুলিশের গুলিতে চোখ হারান পিরোজপুর সদর উপজেলার টোনা গ্রামের বাসিন্দা ফরিদ শেখ (১৭)। পূর্ব শত্রুতার জেরে চোখ হারানো এ যুবককে কুপিয়েছে সন্ত্রাসীরা। এতে গুরুতর আহত হয়েছেন তিনি।
রোববার রাতে টোনা গ্রামের গোপেরহাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত ফরিদ শেখ টোনা গ্রামের ইলিয়াছ শেখ ও সালমা বেগমের পালিত ছেলে।
হামলার ঘটনায় আহতের মা সালমা বেগম বাদী হয়ে পাঁচজনের নাম মামলা করেছেন। মামলয় তিন থেকে চারজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
আসামিরা হলেন, উপজেলার রাজারকাঠী গ্রামের নাছির কাজীর ছেলে রাকিব কাজী, শহীদ হাওলাদারের ছেলে রুপম হাওলাদার, মোতাহার কাজীর ছেলে নাজির কাজী, ছিদ্দিক সিকদারের ছেলে শাকিল সিকদার ও শাকিল সিকদারের ছেলে সিয়াম সিকদার।