শনিবার ১৯ এপ্রিল ২০২৫ ৬ বৈশাখ ১৪৩২
শনিবার ১৯ এপ্রিল ২০২৫
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ডিমলায় বিক্ষোভ মিছিল
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৮:৩৫ PM
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে ডিমলায় বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের জনতা।

সোমবার (৭ এপ্রিল) বিকালে ডিমলা উপজেলা মডেল মসজিদ থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিমলা বিজয় চত্ত্বরে একত্রিত হয়ে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়। এ সময় বিভিন্ন পেশার মানুষ বিক্ষোভে অংশগ্রহন করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

বক্তারা বলেন, আমরা দেখছি সারা বিশ্বে মুসলিমরা নির্যাতিত। আমরা মুসলিমদের একত্র হতে হবে। আমাদের মুসলিম দেশগুলোকে জাগাতে হবে। এখন ফিলিস্তিনের ওপর হামলা হত্যা চলছে, কিছুদিন পর দেখবেন আপনাদের ওপর হামলা হবে। আমাদের সরকারের প্রতি আহ্বান, বাংলাদেশ থেকে ইসরায়েলি গণহত্যার আনুষ্ঠানিক প্রতিবাদ করতে হবে। আজকের বিক্ষোভ সমাবেশ থেকে আল্লাহর কাছে প্রতিজ্ঞা করতে হবে ইসায়েলি সব পণ্য বর্জন করবো।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত