রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
পহেলা বৈশাখ নিয়ে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৪:১৮ PM
এবারের পহেলা বৈশাখকে সামনে রেখে কোনও ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

তিনি বলেন, পহেলা বৈশাখের অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীও উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজধানীসহ সারাদেশে পহেলা বৈশাখ আনন্দের সঙ্গে উদযাপিত হবে। এলাকাভিত্তিক পরিস্থিতি বিবেচনা করে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

গাজার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির সময় সোমবার (৭ এপ্রিল) কিছু জায়গায় লুটপাট ও ভাঙচুরের ঘটনা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ধরনের কর্মকাণ্ড উচিত হয়নি। এখন পর্যন্ত ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে সেদিকে সরকার সতর্ক থাকবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত