শনিবার ১৯ এপ্রিল ২০২৫ ৬ বৈশাখ ১৪৩২
শনিবার ১৯ এপ্রিল ২০২৫
ভিক্ষা চাওয়ায় ভিক্ষুকের কান ছিঁড়ে নিলেন মাদকাসক্ত যুবক
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৬:২৭ PM
সরিষাবাড়ীতে ভিক্ষা চাওয়ার অপরাধে আব্দুর ছাত্তার (৬০) নামে এক ভিক্ষুকের কানে আঘাত করে ‘কান ছিঁড়ে’ ফেলার অভিযোগ উঠেছে মাদকাসক্ত সোহেল রানা নামে এক যুবকের বিরুদ্ধে।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিযনের মোনারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঐ ভিক্ষুক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরে সংবাদ পেয়ে মাদকাসক্ত ওই যুবক সোহেল মিয়াকে (২৭) আটক করেছে পুলিশ।

স্থানীয় সুত্রে জানা যায়, ভিক্ষুক ছাত্তার উপজেলার পিংনা ইউনিয়নের বারইপটল গ্রামের মৃত রেজাউল করিমের ছেলে। সে মঙ্গলবার সকালে ভিক্ষা করতে মোনারপাড়া গ্রামের হবিবর রহমানের ছেলে সোহেল রানাদের বাড়িতে আসেন। এসময় ভিক্ষুক যখন তাদের কাছে ভিক্ষা চান, তখন মাদকাসক্ত সোহেল উত্তেজিত হয়ে ভিক্ষুকের কানে লাঠি দিয়ে আঘাত করে। আঘাতে তার বাম কানের এক অংশ ছিঁড়ে যায়। 

পরে স্থানীয়রা ভিক্ষুককে উদ্ধার করে সরিষাবাড়ী হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান চিকিৎসক। এদিকে সংবাদ পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ অভিযুক্ত সোহেলকে আটক করেন।

স্থানীয়রা আরও জানান, সোহেল মাদকাসক্ত। মাদকসেবন ফলে অনেক সময় সে উল্টাপাল্টা করে মানুষকে গালিগালাজ করে। ভিক্ষুকের সাথে যে ঘটনাটা ঘটিয়েছে সেটা খুবই ন্যাক্কারজনক। ভিক্ষুকটি প্যারালাইজড, তাকে মারাটা ঠিক হয়নি। 

অভিযুক্ত সোহেল রানা বলেন, সে ভিক্ষা নিতে এসে গলির মধ্যে পড়ে গিয়ে আঘাত পেয়েছে, তাকে আমি মারিনি।

সরিষাবাড়ী থানা (ওসি) মো. চাঁদ মিয়া এ বিষয়ে বলেন, সংবাদ পেয়ে সোহেল রানা নামে একজনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত