পিরোজপুরের মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ট্রাক চাপায় ইজিবাইকের এক নারী যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১২ টার দিকে মঠবাড়িয়া-চরখালী সড়কের মাঝেরপুল ফরাজী বাড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় ইজিবাইকে থাকা একই পরিবারের শিশু সহ আহত হয়েছেন আরও ছয় জন।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় জয়নাল আবেদীন ও মানিক শরীফ নামের দুইজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহত ওই নারীর নাম মাকসুদা আক্তার (২২) সে পার্শবর্তী ভাণ্ডারিয়া উপজেলার হরিণপালা গ্রামের হাসান মিয়ার স্ত্রী।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে নিহত ঐ নারীসহ একই পরিবারের ছয় জন ইজিবাইক যোগে মঠবাড়িয়া সাস্থ্য কমপ্লেক্সে রোগী দেখে ভাণ্ডারিয়ার হরিণপালা তাদের নিজ বাড়ি ফিরছিলেন। এসময় মঠবাড়িয়া-চরখালী সড়কের ফরাজী বাড়ি সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজি বাইকে থাকা চালকসহ ছয় জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ট্রাকটিকে আটক করে।
স্থানীয়রা আহতদের মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে মাকসুদা আক্তারকে ইসিজি শেষে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত জয়নাল আবেদীন ও মানিক শরীফকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আবদুল আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ঐ ট্রাকটি জব্দ করা হয়েছে।