শনিবার ১৯ এপ্রিল ২০২৫ ৬ বৈশাখ ১৪৩২
শনিবার ১৯ এপ্রিল ২০২৫
যে কারণে বাংলাদেশ দলে নেই তাসকিন
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৭:২৩ PM
জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ঘোষিত দলে নেই দলের গুরুত্বপূর্ণ পেসার তাসকিন আহমেদ। 

বিসিবির ব্যাখ্যায়, চোট এবং ভবিষ্যতের ব্যস্ত সূচি এবার বাঁধা হয়ে দাঁড়িয়েছে তার মাঠে ফেরার পথে।

বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, তাসকিন আহমেদ এখনও বাম পায়ের অ্যাকিলিস টেনডনের সমস্যায় ভুগছেন এবং পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। মেডিকেল বিভাগ তাকে এই সিরিজে বিবেচনায় না রাখার সুপারিশ করেছে।
বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ গণমাধ্যমকে বলেন, ‘প্রতিটি সিরিজের আগে আমরা মেডিকেল ও ফিজিওদের কাছ থেকে খেলোয়াড়দের অবস্থা সম্পর্কে স্পষ্ট ফিডব্যাক নিয়ে থাকি। বিশেষ করে পেসারদের ইনজুরি একটি বড় বিবেচ্য। শেষ পর্যন্ত আমাদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, তাসকিনকে এই সিরিজে না রাখাই শ্রেয় হবে।’

ধারাবাহিকভাবে জাতীয় দলের পেস আক্রমণের মূল ভরসা হয়ে উঠেছিলেন তাসকিন। সামনে জাতীয় দলের অনেক ম্যাচ থাকায়, বোর্ডের পক্ষ থেকে তাকে সময় দেওয়া হচ্ছে পুরোপুরি সুস্থ হওয়ার জন্য। এবার ইনজুরির কারণে তাকে বাইরে রেখেই স্কোয়াড সাজাতে হলো নির্বাচকদের। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত