রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
নাটোরে পুনরায় জজকোর্টের নিয়োগ পরীক্ষার দাবিতে মানববন্ধন
নাটোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৮:০১ PM আপডেট: ০৮.০৪.২০২৫ ৮:৪৪ PM
নাটোর জজকোর্টের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এনে পরীক্ষা বাতিল ও পুণরায় পরীক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের কানাইখালি এলাকায় পরীক্ষার্থীদের একাংশের আয়োজনে এই কর্মসুচি পালিত হয়। 

মানববন্ধনে পরীক্ষার্থীরা বলেন, গত ২২ মার্চ নাটোর নবাব সিরাজ উ দৌলা সরকারি কলেজ কেন্দ্রে জজকোর্টের শর্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর একটি, মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর সাতটি, বেঞ্চ সহকারী/নাজির/ অফিস সহকারী কাম অপারেটর দশটি, জারিকারক ছয়টি এবং অফিস সহায়ক পদে ১০টি পদে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন কিছু পরীক্ষার্থী আগে থেকেই উত্তরপত্র লিখে নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করেন এবং তারা উত্তরপত্র দেখে মূল পরীক্ষার খাতায় উত্তর লেখেন। তারা পরীক্ষার আগে প্রশ্নপত্র পেয়ে সেটি দেখে কাগজে উত্তরপত্র লিখে এনে পরীক্ষায় অংশগ্রহণ করেন।পরীক্ষার্থীরা পরীক্ষা শেষে বিক্ষোভ করে ও পরীক্ষা বাতিলের দাবী জানান পরীক্ষার্থীরা। 

তবে নিয়োগ কমিটি প্রায় দুই সপ্তাহ পেরলেও পরীক্ষা বাতিল না করায় তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। ২৪ ঘন্টার মধ্যে পরীক্ষা বাতিল না করা হলে কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দেন তারা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত