সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
ইন্দুরকানীতে ছাত্রলীগ কর্মী গ্রেফতার
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৮:১৯ PM
পিরোজপুরের ইন্দুরকানীতে জয়বাংলা ক্যাম্পেইন করা সেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী মো: মাহিন হাওলাদারকে (২০) গ্রেফতার  করেছে পুলিশ। উপজেলার বালিপাড়া বাজার থেকে গ্রেফতার  করা হয়। 

মাহিন বালিপাড়া ইউনিয়নের পূর্ব চর বলেশ্বর গ্রামের মো. জাকির হাওলাদারের ছেলে। আজ বুধবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় ও থানা সূত্র জানায়, জুলাই-আগস্ট বিপ্লবের পর এই ছাত্রলীগ নেতা মাহিন বালিপাড়া বাজারের বিভিন্ন দেয়ালে জয় বাংলা লিখে ছবি তুলে কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে পাঠালে তার ছবিটিকে কেন্দ্রীয় ছাত্রলীগের ফেইসবুক পেইজে পোস্ট করেন। এতে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। 

এছাড়াও ফেইসবুক পোস্টে বিরোধী দলীয় লোকদের ওপর হামলারও পোস্ট করতে দেখা যায়। মাহিনের হাতে জিআই পাইপ সহ দুটি ছবিও ছড়িয়ে পড়ে ফেসবুকে। 

ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন জানান, বালিপাড়ায় ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলায় জড়িত থাকায় ছাত্রলীগ কর্মী মাহিন (২০) কে আটক করা হয়েছে। তাকে মারামারি মামলায় আদালতে প্রেরণ করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত