খুলনা বিশ্ববিদ্যালয়ে “ITKs vs CSA, Dissemination Seminar” শীর্ষক কর্মশালা এবং বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান আজ (বুধবার) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টারের অর্থায়নে পরিচালিত ‘Identification and Efficiency Assessment of Indigenous Technical Knowledges (ITKs) as Climate Smart Agriculture (CSA) Technology’ শীর্ষক গবেষণা প্রকল্পের অংশ হিসেবে এ কর্মশালা আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, আমাদের দেশের কৃষকেরা শত শত বছর ধরে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়ে নিজের অভিজ্ঞতা থেকে উদ্ভাবিত নানা কৃষি কৌশল ব্যবহার করে আসছেন। দেশীয় বীজ সংরক্ষণ, বৃষ্টির পূর্বাভাস নির্ণয়, কীটনাশক হিসেবে গাছের রস ব্যবহারসহ জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলার বহু প্রথাগত কৌশল আজও প্রাসঙ্গিক এবং কার্যকরভাবে ব্যবহৃত হচ্ছে।
তিনি আরও বলেন, আধুনিক বৈশ্বিক প্রেক্ষাপটে কৃষিকে হতে হবে আরও প্রযুক্তিনির্ভর, উৎপাদনশীল ও পরিবেশবান্ধব। এই চাহিদা পূরণে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার একটি সময়োপযোগী দৃষ্টিভঙ্গি। তবে এটি সফল করতে হলে স্থানীয় জ্ঞানের সঙ্গে একীভূত করে একটি টেকসই, অন্তর্ভুক্তিমূলক এবং বাস্তবমুখী কৃষি ব্যবস্থা গড়ে তুলতে হবে।
উপাচার্য বলেন, গবেষণার মাধ্যমে অল্প জমিতে অধিক উৎপাদনের অনেক প্রযুক্তি এসেছে। তবে সেগুলোর সুফল পেতে হলে সেগুলো প্রান্তিক কৃষক ও নীতিনির্ধারকদের কাছে পৌঁছাতে হবে। একইসাথে গবেষণালব্ধ জ্ঞান সংরক্ষণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য দলিল আকারে রেখে যেতে হবে।
তিনি এ ধরনের গবেষণা কার্যক্রম পরিচালনা এবং তা গ্রন্থাকারে প্রকাশের জন্য সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান। পরে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে ‘ITKs’ বইয়ের মোড়ক উন্মোচন করেন।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান, রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টারের পরিচালক প্রফেসর ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলাম এবং জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমির সাবেক মহাপরিচালক ড. মোঃ আক্তারুজ্জামান।
কর্মশালায় সভাপতিত্ব করেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ রেজাউল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষণা প্রকল্পের প্রধান গবেষক প্রফেসর ড. মোঃ মতিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রফেসর ড. আব্দুল্লাহ আল মামুন।
এ কর্মশালায় এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।