রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
রাজধানীতে দুই চাঁদাবাজকে পিটিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ৩:২০ PM
রাজধানীর কামরাঙ্গীরচরের সিলেটি বাজার এলাকায় জনতার পিটুনিতে দুইজন নিহত এবং আরো কয়েকজন আহত হওয়ার খবর দিয়েছে পুলিশ।

কামরাঙ্গীরচর থানার ওসি বলেন, বুধবার রাতে এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন। মাস দুয়েক আগে লালবাগ শহীদনগর এলাকার ‘পিচ্চি মনির’ গ্রুপের কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা করেছিলেন স্থানীয় এক ব্যবসায়ী। ওই মামলায় পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করে।

“সম্প্রতি মামলায় একজন জামিন পান। আসামিপক্ষের লোকজন বুধবার রাত ১০টার পর তিন-চারটি মোটরসাইকেলে সিলেটি বাজার এলাকায় এসে ওই ব্যবসায়ীকে হুমকি দেয়, চাঁদা দাবি করে। এ সময় স্থানীয় লোকজন তাদের বাধা দিলে দুর্বৃত্তরা ককটেল চার্জ করে।”
স্থানীয়রা জানায়, গণপিটুনির শিকার তিন ব্যক্তিসহ ৯–১০ জন কয়েকটি মোটরসাইকেলে করে সিলেটি বাজার এলাকার চা দোকানদার নূর মোহাম্মদকে চাঁদাবাজির মামলা তুলে নিতে হুমকি দিচ্ছিলেন। এতে রাজি না হলে তারা নূর মোহাম্মদকে কুপিয়ে জখম করেন। নূর মোহাম্মদের চিৎকারে আশপাশের লোকজন লাঠিসোঁটা নিয়ে আসেন। এ সময় ঘটনাস্থলে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে করে হামলাকারীরা পালানোর চেষ্টা করেন। পাঁচ–ছয়জন পালিয়ে যেতে পারলেও তিনজনকে কয়েক হাজার মানুষ ঘিরে ফেলে পিটুনি দেন।

পুলিশের লালবাগ অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম বলেন, গণপিটুনিতে মাসুদ ঘটনাস্থলে মারা যান। থানা–পুলিশ, সেনাবাহিনী, র‌্যাব সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে নাদিম ও সোহাগকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় নাদিমের মৃত্যু হয়।

কামরাঙ্গীচর থানার পরিদর্শক (তদন্ত) শেখ লুৎফর রহমান বলেন, যে দুইজন মারা গেছেন, তাদের নাম নাদিম ও মাসুদ। দুজনেরই বয়স ৩০ এর ঘরে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত