স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, দেশে গণপিটুনির (মব জাস্টিস) ঘটনা আগের তুলনায় অনেকটাই কমে এসেছে। সিলেটের সাম্প্রতিক ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে।
তিনি বলেন, “এ ঘটনায় কাউকে আলাদাভাবে বিবেচনা করা হয়নি। আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করা হয়েছে।”
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, “আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে তিনি সিলেট সফরকালে সিলেট মেট্রোপলিটনের (এসএমপি) এয়ারপোর্ট থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার প্রসঙ্গে তিনি বলেন, এখনও সব অস্ত্র উদ্ধার হয়নি, অস্ত্র উদ্ধারে চেষ্টা করছে সরকার। পাশাপাশি আইন নিজের হাতে তুলে নিলেই পুলিশ অ্যাকশন নেবে। মব জাস্টিস পুলিশ ভয় পায় না।
৫ আগস্টের পর পুলিশের কার্যক্রম নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে। রোজার সময় আপনারা দেখেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো ছিল। পুলিশের থেকে আশা অনেক। কিন্তু তাদের থাকা-খাওয়ার অনেক অসুবিধা রয়েছে। থাকা খাওয়ার উন্নতি করা দরকার। এ বিষয়টি মিডিয়ারও দেখা দরকার।
পুলিশ ভ্যান থেকে আসামি ছিনতাই সম্পর্কে তিনি বলেন, এসব অপরাধীদের আইনের আওতায় আনা হয়েছে। তবে অ্যাকশন নিতে কিছুটা দেরি হয় কেননা অনেক থানা পুড়িয়ে দেওয়া হয়েছে।