শনিবার ১৯ এপ্রিল ২০২৫ ৬ বৈশাখ ১৪৩২
শনিবার ১৯ এপ্রিল ২০২৫
স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে মিলল ৫ পেট্রোল বোমা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ৬:৫৪ PM
স্বেচ্ছাসেবক দলের এক নেতার বাড়ি থেকে ৫টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের পূর্ব হাজীপাড়ায় এ ঘটনা ঘটে। 

আরিফ শাহ রনি ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের ২৬ নম্বর ওয়ার্ড তেজগাঁও কমিটির সদস্য।

ঘটনার বিবরণে আরিফ শাহ রনি বলেন, আমি ঈদে বাড়িতে এসেছি। আজই আমার ঢাকায় ফেরার কথা ছিল। এমতাবস্থায় আজ সকালে বাড়ির সামনে টিনের বেড়ার ভেতরের বাঁশের খুটির সঙ্গে ঝুলানো অবস্থায় আমার মা একটি পলিথিন ব্যাগ দেখতে পান। তিনি আমাকে ডেকে ব্যাগটি দেখালে তাতে দেখা যায় ৫টি পেপসি কোলার কাচের বোতলের মাথায় কাপড়ের সলতে দেওয়া।

তিনি আরও বলেন, এমন পরিস্থিতিতে আমরা তাৎক্ষণিক আশপাশের লোকজনকে ডেকে দেখাই। এরপর ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে বিষয়টি জানাই। পুলিশ এসে সেগুলো উদ্ধার করে নিয়ে গেছে। এ ঘটনায় আমি আশঙ্কা করছি আমাকে ফাঁসানোর জন্য কেউ ষড়যন্ত্র করেছে। ধারণা করছি স্থানীয় আওয়ামী লীগের দোসররা এমন কাণ্ড ঘটিয়ে থাকতে পারে। এ ব্যাপারে আমি তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
রনির মা আফরোজা বেগম বলেন, সকালে গেট খোলার সময় প্রথম ওই ব্যাগটি দেখতে পাই। কী আছে জানতাম না, তাই ছেলেকে ডেকে দেখাই। পরে বুঝি এগুলো বিপজ্জনক কিছু হতে পারে।

বোতলাগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বলেন, আওয়ামী লীগের লোকজন যারা অতীতে আগুন সন্ত্রাসসহ নানান অপকর্ম করেছে, তারাই এখন রনিকে টার্গেট করে এমন ঘটনা ঘটিয়েছে। তারা সৈয়দপুরের শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করতে চায়।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রনির বাড়ি থেকে আমরা একটি লাল-সাদা পলিথিনের ৫টি পেট্রোল বোমা উদ্ধার করি। তবে কেউ এখনও লিখিত অভিযোগ দেয়নি। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত