সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
টঙ্গীতে র‍্যাবের অভিযানে অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৬
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ৮:২৭ PM
গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তি এলাকায় অভিযান চালিয়ে টঙ্গী পূর্ব থানা তাতীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চিহ্নিত ছিনতাইকারী শাহরিয়ার হোসেন সৈকতসহ ৬ জনকে আটক করেছে র‍্যাব-১ এর সদস্যরা। বুধবার রাত দশটার দিকে এই অভিযান পরিচালিত হয়।

এসময় ১টি রিভলবার, ৪ রাউন্ড শর্টগান বুলেট, ১৯৫ গ্রাম হিরোইন, ২টি মোবাইল ফোন ও নগদ ১৪শ টাকা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১।

আটককৃতরা হলেন, শাহরিয়ার হোসেন সৈকত (৩২), শাহানুর আহমেদ অমিত (১৮), হিরা (৩২), বায়জিদ (২৭), জাহিদ (১৯) ও নূর ইসলাম (২৭)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃত সৈকত টঙ্গীর হাজী মাজার বস্তি এলাকার আলোচিত মাদক কারবারি রবিউল ইসলাম বাবু উরফে কিং বাবুর অন্যতম সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। ৫ আগষ্ট পরবর্তী সময় তিনি অস্ত্রসহ একাধিকবার মহড়া দিয়েছেন। সম্প্রতি টঙ্গী বাজার এলাকায় এক সংবাদ কর্মীকে হত্যার উদ্দেশ্যে গুলি ছুড়েছিলেন। বুধবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে তার মোবাইল ফোনে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মাজার বস্তিতে অভিযান চালিয়ে একটি অস্ত্র উদ্ধার করা হয়। 

সাংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আলোচিত সন্ত্রাসী সৈকত কিং বাবুর মাদক সরবরাহকারী। তার ফোন থেকে হানি ট্রেপিং ও মাদক ব্যবসার টাকা সংবলিত একাধিক ভিডিও পাওয়া যায়। ধারনকৃত ভিডিওর সেই সব আস্থানা থেকে পাঁচজন মাদকসেবীকে হেরোইনসহ আটক করে র‍্যাব। এছাড়াও সৈকতের বিরুদ্ধে ৪ আগষ্ট ছাত্র জনতার উপর গুলি চালানোর অভিযোগ রয়েছে। গোপন ফেসবুক গ্রুপে তিনি নিজেই এই সংক্রান্ত পোস্ট করেছিলেন যা পরবর্তীতে ডিলেট করে আত্মগোপনে চলে যান সৈকত। 

আটককৃত ৬ আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টঙ্গী পশ্চিম থানায় হন্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় র‍্যাব। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত