সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে পাটের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার সুবর্ণা ইয়াসমিন সুমী।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় , চলিত ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে পাট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০০ জন কৃষক মাঝে প্রতিজন ১ কেজি বীজ,৫ কেজি পটাশ, ৫ কেজি ডিএপি বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।
এসময় অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আসয়াদ বিন খলিল রাহাত,উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল আলিম ও উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান সহ কৃষক ও উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।