রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
বিশ্ববিদ্যালয় ছাত্রীর গলায় রামদা ধরে ছিনতাই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ৯:০০ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রী ঈদের ছুটি শেষে বাড়ি থেকে ক্যাম্পাসে ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়েছেন। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) দিনাজপুরের রানীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ছাত্রী জানান, ভোর ৬টার বাস ধরার জন্য সাড়ে ৫টায় একজন পরিচিত ইজিবাইক চালকের সঙ্গে রওনা দেন তিনি। একটি নির্জন পথ দিয়ে যাওয়ার সময় হঠাৎ ৫-৬ জন ছিনতাইকারী তাদের থামিয়ে দেন। প্রথমে দুর্বৃত্তরা চালকের মোবাইল ফোন ও ইজিবাইকের চাবি ছিনিয়ে নেন এবং তাকে বেঁধে ফেলেন। পরে ভুক্তভোগীর গলায় রামদা ধরে ভয় দেখিয়ে টাকা-পয়সা দাবি করে। প্রাণভয়ে তিনি সঙ্গে থাকা আড়াই হাজার টাকা দিয়ে দেন।

তিনি আরও জানান, ছিনতাইকারীরা তাকে জোর করে নামিয়ে দিয়ে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যান। ইজিবাইকে থাকা ভুক্তভোগীর একটি লাগেজও নিয়ে যায় তারা। লাগেজে তার ল্যাপটপ ও প্রয়োজনীয় জামা-কাপড় ছিল। পরে ওই ছাত্রী রাস্তার পাশে থাকা এতিমখানায় গিয়ে আশ্রয় নেন। তার কাছে থাকা মোবাইলফোনটি নিতে পারেননি ছিনতাইকারীরা। পরবর্তী সময়ে বাড়িতে যোগাযোগ করলে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা এসে তাকে নিয়ে যান।

নাম প্রকাশ না করার শর্তে ভুক্তভোগী ওই শিক্ষার্থী বলেন, ‘আমি সবসময় ওই রাস্তায় একাই যাতায়াত করি। আগে কখনও এমন ঘটনা ঘটেনি। আমি অনেক ভয় পেয়েছি।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত