রাঙ্গুনিয়া ও বোয়ালখালীর সীমান্তবর্তী এলাকায় লেবু বাগানে দুর্বৃত্তের গুলিতে আওয়াইমং মারমা (৩৩) নামে একজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোররাতে দুইজ্জাখালের লেমু এলাকায় এই ঘটনা ঘটে। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও তিনজন।
তারা হলেন- মংরে মার্মা (৩৫), হ্লাসাথুই মারমা (২৫) এবং উসাইমং মারমা (১৭)। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আওয়াইমং মারমা রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা বড়খোলাপাড়া এলাকার অংসিপ্রু মারমার ছেলে।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, হতাহতরা সবাই লেবুচাষী। সম্প্রতি লেবু বাগানে চুরির ঘটনা বেড়ে গেছে। এ কারণে তারা প্রতিদিন রাতে বাগান পাহাড়া দিতে যায়। বৃহস্পতিবার ভোর রাতে বাগানে রাত্রিযাপনকালে দুর্বৃত্তরা গুলি করে। এতে হতাহতের ঘটনা ঘটে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেছেন, ঘটনাস্থলটি বোয়ালখালী থানার আওতাধীন পড়েছে। ওই থানায় মামলাও রেকর্ড হয়েছে।
বোয়ালখালী থানার ওসি গোলাম সরোয়ার বলেন, ঘটনাস্থল দক্ষিণ রাঙ্গুনিয়া এলাকায় পড়েছে। আমার থানায় কোনও মামলা রেকর্ড হয়নি।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন) সিরাজুল ইসলামকে ফোন করা হলে তিনি বলেন, ঘটনাটি সম্পর্কে আমি অবগত। তবে আপাতত কোনো মন্তব্য করতে পারছি না।