সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
খুলনায় বড় শাহিন হত্যা মামলায় গ্রেপ্তার ৩
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ৯:৩৪ PM
শীর্ষ চরমপন্থি নেতা শেখ শাহিনুল হক শাহিন ওরফে বড় শাহিন হত্যা মামলায় ৩ আসামিকে গ্রেপ্তার করেছে খুলনা থানা পুলিশ। 

শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর মধ্যে হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, শাহনেওয়াজ পারভেজ রনি (৩৪), আমিনুর (২০) ও হিরা ঢালী(২৮) ।

শাহনেওয়াজ পারভেজ রনি দৌলতপুর থানার মহেশ্বরপাশা নয়াপাড়া গ্রামের মো. গোলাম মোস্তফা ছেলে, আমিনুর একই গ্রামের জুম্মান আলীর ছেলে এবং হিরা ঢালী বটিয়াঘাটা থানার আলাইপুর গ্রামের গুরুদাস ঢালীর মেয়ে। হিরা ঢালী বর্তমানে বাগমারা এলাকায় বসবাস করতেন।

সদর থানার ওসি জানান, পুলিশ ঘটনাস্থলের আশেপাশের রাস্তার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকান্ডে জড়িত আসামিদের গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামি আমিনুর এবং হিরা ঢালী হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

উল্লেখ্য, গত ১৫ মার্চ ২০২৫ তারিখ রাতে খুলনা সদর থানাধীন বাগমারা খালপাড় রোডের ফাঁকা রাস্তার উপর দূর্বৃত্তরা গুলি করে শেখ শাহিনুল হক শাহিনকে হত্যা করে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত