রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে ভূঞাপুরে বিক্ষোভ মিছিল
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ৯:৪৬ PM
দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে ভূঞাপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ওলামা পরিষদ গোবিন্দাসী ইউনিয়ন শাখা ও সকল শ্রেণীর মুসলিম তাওহীদি জনতা।

শুক্রবার (১১ এপ্রিল) জুম্মার নামাজের পর উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন ওলামা পরিষদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। প্রথমে বিভিন্ন মসজিদ থেকে জুম্মার নামাজ শেষে খন্ড খন্ড মিছিল এসে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হয়। পরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাজার প্রদক্ষিণ শেষে টি মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন হজরত মাওলানা মোহাম্মদ মুফতি আসাদুজ্জামান শামীম, মাওলানা মোঃ বেলাল হোসেন, মোঃ আব্দুল্লাহ আল মামুন, মাওলানা মোঃ ইসমাইল হোসেন, মুফতি বেলাল হোসেন হাবিবি, হাফেজ মাওলানা মুফতি মুঞ্জুরুল ইসলাম সহ ভূঞাপুরের শীর্ষস্থানীয় ওলামাগণ।

এ সময় বিক্ষোভকারীরা ‘ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘ জবাব চায়’, ‘জিহাদ জিহাদ জিহাদ চাই, জিহাদ করে বাঁচতে চাই’, ‘নারায়ে তাকবির আল্লাহু আকবর, সহ বিভিন্ন স্লোগান দেন তারা। বিক্ষোভ মিছিলে ওলামায়ে কেরাম, ইউনিয়ন বিএনপি, সুশীল সমাজ, শিক্ষক ও সাংবাদিক সহ নানা শ্রেণি-পেশার মানুষ একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, অতি বিলম্বে ফিলিস্তিনিদের উপর গণহত্যা বন্ধের দাবি জানান এবং ইসরাইলের সকল প্রকার পণ্য বয়কট করার ঘোষণা দেন তারা। 

তারা আরও বলেন, ইসরাইলের বিরুদ্ধে যেকোনো প্রকার জিহাদ করতে প্রস্তুত আছেন বলে জানান তারা। সমাবেশ শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এবং ফিলিস্তিনে শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। 

মোনাজাত পরিচালনা করেন গোবিন্দাসী বাজার কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা মোঃ শহীদুল ইসলাম।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত