ফিলিস্তিনের গাজা, রাফাহ, খান ইউনুসসহ সমগ্র দেশ জুড়ে দখলদার ইসরায়েলের আগ্রাসন ও গনহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পোষাক শ্রমিকরা।
শনিবার বিকেল চারটার দিকে গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন করে টঙ্গীর মিলগেট এলাকা হয়ে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পুনরায় গাজীপুরের দিকে ফিরে যায়। এসময় ভোগড়া থেকে টঙ্গী পর্যন্ত মহাসড়কের পার্শ্ববর্তী বেশীরভাগ কারখানা ছুটি ঘোষণা করা হয়।
জানা যায়, গাজীপুর থেকে ফিলিস্তিনে গনহত্যার প্রতিবাদে বিভিন্ন শ্রমিক সংঘটনের নেতৃত্বে একটি মিছিল শুরু হয়। যাতে অংশ নেয় বিভিন্ন কারখানার সাধারণ শ্রমিকরা। মিছিলটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিভিন্ন কারখানার সামনে অবস্থান নিলে মহাসড়কের পার্শ্ববর্তী কারখানাগুলো ছুটি ঘোষণা করা হয়। এসময় বেশকিছু কারখানায় ইট পাটকেল নিক্ষেপ করে বিক্ষোভরত শ্রনিকরা। পরে মিছিলটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী অঞ্চলের মিলগেট এলাকা প্রদক্ষিন করে পুনরায় গাজীপুরের দিকে ফিরে যায়।
গাজীপুর শিল্প পুলিশের টঙ্গী জোনের পরিদর্শক ইসমাইল হোসেন বলেন, মহাসড়কের দুই পাশের শতাধিক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। প্রায় ত্রিশটি কারখানায় ইট পাটকেল ছুঁড়ে বিক্ষোভরত শ্রমিকরা।