শনিবার ১৯ এপ্রিল ২০২৫ ৬ বৈশাখ ১৪৩২
শনিবার ১৯ এপ্রিল ২০২৫
ঝালকাঠিতে পুলিশ সদস্যর বাড়িতে ডাকাতির পর আগুন
নলছিটি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ৯:০৫ PM
ঝালকাঠির নলছিটিতে এক পুলিশ সদস্যের বসতঘরে ভয়াবহ ডাকাতি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ঘরের টাকা ও স্বর্ণ লুট করার পর গভীর রাতে আগুন ধরিয়ে দেয় এতে ঘরের ভেতর থাকা মূল্যবান জিনিস পুড়ে ছাই হয়ে গেছে। 

শুক্রবার (১১ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে উপজেলার মগড় ইউনিয়নের ডুবিল গ্রামের অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জেল আলী খানের ছেলে পুলিশ সদস্য  মাহাদী হাসান খানের বাড়িতে এ  ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।

ভুক্তভোগী অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মোফাজ্জেল আলী খান বলেন, গতকাল শুক্রবার পরিবারের সবাই আমার মেয়ের বাড়িতে ছিলাম। বাড়িতে কেউ ছিলেন না এই সুযোগে বসতঘরের পিছনের দরজা ভেঙে আমার ঘরের টাকা-পয়সা ও সোনা গয়না নিয়ে যায়। পরে আগুন ধরিয়ে দেয় এতে আমার ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। 

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে আমাদের এলাকায় মাহফিল ছিল এবং বাড়িতে কেউ না থাকায় ডাকাতি করে। পরে ডাকাতরা টাকা পয়সা, স্বর্ণ নিয়ে ঘরে আগুন জ্বালিয়ে দেয়। আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় নিয়ন্ত্রণে আনা হয়। তাদের ঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। 

নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আমরা পরিদর্শন করেছি।পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত