যশোর জেলায় ধর্ষণের ঘটনার এক যুগ পর আসামি আবদুল খালেককে (৪৪) গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)।
যশোরের ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভূঁঞা সাংবাদিকদের জানান, শনিবার সদর উপজেলার পাগলাদহ গ্রাম থেকে সকাল ৯টায় তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়,২০১৩ সালে যশোর সদর উপজেলার পাগলাদহ মাঠ পাড়ায় শিশু ধর্ষণের ঘটনা ঘটে। এ মামলার আসামি আবদুল খালেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।
যশোর ডিবি পুলিশের মঞ্জুরুল হক ভূঁঞা আরো জানান,এ মামলায় পুলিশ অনেক আগেই চার্জশিট দিয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার তাকে গ্রেফতার করে দুপুর ১টায় আদালতে পাঠানো হয়।