রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
নড়াইলে দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ১
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ৯:৪৮ PM
নড়াইলের লোহাগড়া উপজেলায় দেশীয় অস্ত্র ও মাদকসহ এক যুবককে গ্রেফতার করেছে যৌথবাহিনী। গ্রেফতার যুবকের নাম বাবুল মিয়া (৪৫)। তিনি উপজেলার আড়পাড়া গ্রামের রেজাউল শেখের ছেলে। গ্রেফতারের পরে তাকে লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়। 

শুক্রবার (১১ এপ্রিল) দিবাগত রাতে লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের আড়পাড়া গ্রামে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে উপজেলার আড়পাড়া গ্রামে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও মাদকসহ বাবুল মিয়াকে আটক করে যৌথবাহিনী। এসময় বাবুল মিয়ার কাছ থেকে ২টি চাইনিজ কুড়াল, ২টি দেশীয় অস্ত্র (রাম দা), ২টি হকিস্টিক, ১ টি ধারাল ছুরি, ১ বোতল ভদকা, ৩৫ গ্রাম গাঁজা, অবৈধ ৪টি সিম কার্ড, যৌন উত্তেজক ওষুধ ও মেগাফোন উদ্ধার করা হয়। বাবুল মিয়াকে লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান,‘দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার বাবুল মিয়ার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত