শনিবার ১৯ এপ্রিল ২০২৫ ৬ বৈশাখ ১৪৩২
শনিবার ১৯ এপ্রিল ২০২৫
দিনাজপুরে হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করলেন মহাপরিচালক
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ৯:৫৬ PM
দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন এবং জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান সমূহ পরিদর্শন ও মতবিনিময় করলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।

শনিবার (১২ এপ্রিল-২০২৫) দুপুর আড়াইটায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন এবং জিয়াহার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান সমূহ পরিদর্শনে আসেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন। পরিদর্শনকালে জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণসম্পাদক এ কে এম আজাদ, জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ সমূহ প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগস্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে ঘুরে ঘুরে দেখান।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা.নাজমুল হোসেন জিয়া হার্ট ফাউন্ডেশন ও জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান সমূহ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মানব সম্পদ ব্যবস্থাপনা) ও প্রকল্প পরিচালক ডা. মোহাম্মদ মাসুদুর রহমান, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (সরকারী-বেসরকারী মেডিকেল কলেজ) ডা. সৈয়দ মোহাম্মদ বাকী বিল্লাহ, দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা.শেখ সাদেক আলী, দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. মো. আসিফ ফেরদৌস, জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মো. আবু তাহের আবু, যুগ্ম সম্পাদক ডা.মো. জিয়াউল হক জিয়া, কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবির, নির্বাহী কমিটির সদস্য ডা.মো. হাফিজুল ইসলাম, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইন্সটিটিউট এর পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. সুধা রঞ্জন রায়, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা.মো. আশরাফ উজ জামান, জিয়া হার্ট ফাউন্ডেশনের পাবলিক রিলেশন এন্ড এ্যাসাইনমেন্ট অফিসার সৈয়দ শফিকুর রহমান (পিন্টু) প্রমুখ।

এর আগে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন চত্বরে এসে পৌছালে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে ফুলেল শুভেচ্ছা জানান জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ, যুগ্ম সম্পাদক আবু তাহের আবু, কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবির।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত