শনিবার ১৯ এপ্রিল ২০২৫ ৬ বৈশাখ ১৪৩২
শনিবার ১৯ এপ্রিল ২০২৫
শ্রীমঙ্গলে উদযাপিত হলো চা জনগোষ্ঠীর প্রাণের উৎসব ‘ফাগুয়া’
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
প্রকাশ: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ৭:৪৯ PM আপডেট: ১৩.০৪.২০২৫ ৭:৫৪ PM
বর্ণাঢ্য আয়োজনে ও উৎসবমুখর পরিবেশে শ্রীমঙ্গলে উদযাপিত হলো চা জনগোষ্ঠীর প্রাণের উৎসব ‘ফাগুয়া উৎসব’। মৌলভীবাজার জেলা প্রশাসন ও ফাগুয়া উদযাপন পরিষদের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় শ্রীমঙ্গলের চা-বাগান ঘেরা মনোমুগ্ধকর পরিবেশে ফুলছড়া চা বাগান মাঠে অনুষ্ঠিত হয় এই উৎসব।

অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফাগুয়া উৎসব উদ্‌যাপন পরিষদের আহ্বায়ক প্রীতম দাস।

বিশেষ অতিথির বক্তব্য দেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম, বালিশিরা চা- –বাগানের মহা-ব্যবস্থাপক মো. সালাউদ্দিন, চা জনগোষ্ঠী আদিবাসী ফোরামের সভাপতি পরিমল সিং বাড়াইক, ফাগুয়া উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব অনিল তন্তুবায় প্রমুখ।

উৎস‌ব প্রাঙ্গণে বি‌ভিন্ন বাগান থেকে চা শ্রমিকরা আন‌ন্দ ভাগাভা‌গি করে নিতে ছুটে আসেন। দিনব্যাপী চা-শ্রমিক জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ও বর্ণিল আয়োজনে ১৮‌টি পরিবেশনায় ছিল, ভোজপুরীদের গুরুবন্দনা, বাড়াইকদের ঝুমুর নৃত‌্য, ভোজপুরীদের হোলি গীত, উড়িয়াদের পত্র সওরা ও চড়াইয়া নৃত‌্য, তেলেগুদের ডাল ও কাঠি নৃত্য, হাড়ি নৃত্য, বিরহা, হোলি গীত, হোড়কা বাদ্যযন্ত্রের সাহায্যে ঝুমুর এবং গড় সম্প্রদায়ের হোলি গীত।

উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হয় চা জনগোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায়ের নৃত্যগীত। তাদের এসব পরিবেশনা উপস্থিত কয়েক হাজার দর্শককে মুগ্ধ করে রাখে। একসময় এই অনুষ্ঠান ফুলছড়া মাঠে মিলনমেলায় পরিনত হয়। রাত ৮টায় ভাঙে এই মিলনমেলা।






« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত