রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
বরিশালে আলোচিত ব্যবসায়ী হত্যা মামলায় পিতাসহ প্রেমিকা গ্রেপ্তার
জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ
প্রকাশ: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ৮:১৬ PM
বরিশাল নগরীর কলেজ এভিনিউতে আলোচিত ব্যবসায়ী মাসুদুর রহমান হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। ঘটনায় জড়িত মূল অভিযুক্ত প্রেমিকা হাফিজা বেগম শান্তা (৩১) ও তার বাবা শওকত হোসেন মোল্লা (৬৩) কে  গ্রেপ্তার করা হয়েছে । রবিবার ( ১৩ এপ্রিল) দুপুরে বরিশালের নথুল্লাবাদ এলাকা থেকে শান্তা ও তার পিতাকে গ্রেফতার করা হয়।

গত ৯ এপ্রিল কলেজ এভিনিউর জিমি ভবনের দোতলায় ঘটে এই নির্মম হত্যাকাণ্ড। পুলিশ জানায়, পরকীয়াজনিত সম্পর্কের টানাপোড়েন থেকে শুরু হওয়া বাকবিতণ্ডা একপর্যায়ে রক্তাক্ত ঘটনায় রূপ নেয়। প্রেমিকা শান্তা ও তার সহযোগীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন মাসুদুর রহমান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ভিকটিমের ভাই কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ দ্রুত তদন্তে নামে। তদন্তকারী কর্মকর্তা সুরতহাল, ময়নাতদন্ত, গোয়েন্দা তথ্য এবং প্রযুক্তির সহায়তায় অপরাধীদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হন।

তদন্তে বেরিয়ে আসে, প্রেমের সম্পর্কের আড়ালে দীর্ঘদিন ধরেই মাসুদুরের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিলেন শান্তা। ঘটনার দিন বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে মাসুদুর রাজি না হওয়ায় শুরু হয় বিবাদ। একপর্যায়ে শান্তা ও তার সহযোগীরা মিলে মাসুদুরকে মারধর করে এবং তার কাছে থাকা ১ লাখ ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও শেষরক্ষা হয়নি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে মামলার মূল রহস্য উদঘাটন করে অভিযুক্তদের  গ্রেপ্তার করতে সক্ষম হয়। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত