বাংলা নববর্ষ উপলক্ষ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে সাত দিনব্যাপী বৈশাখী মেলা। আজ থেকে শুরু হয়ে এ মেলা চলবে ৭ বৈশাখ পর্যন্ত।
গতকাল রোববার (১৩ এপ্রিল) বাংলা একাডেমিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ উদ্যোগের কথা জানানো হয়।
বৈশাখী মেলা উপলক্ষ্যে বিসিক এবং বাংলা একাডেমীর যৌথ উদ্যােগে অনুষ্ঠিত হবে এই মেলা। স্টল থাকবে ৯৮ টি।
নারী এবং নতুন উদ্যোক্তাদের প্রাধান্য দিয়ে মেলায় স্টল বরাদ্দ দেয়া হয়েছে বলে জানান আয়োজকরা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে মেলাটি। আয়োজকরা আরও জানান, মেলায় বাংলা একাডেমীর বইগুলো ৫০ থেকে ৭০ শতাংশ ছাড়ে পাওয়া যাবে।