রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
কেরানীগঞ্জে সাত বছরের শিশু ধর্ষণের শিকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৪:১২ PM আপডেট: ১৫.০৪.২০২৫ ৯:২৮ PM
কেরানীগঞ্জ মডেল থানার ঘটেশ্বর পশ্চিম পাড়া এলাকায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে জসিম (৬০) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

গত শনিবার সন্ধ্যা ছয়টার দিকে শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। 

ধর্ষণের শিকার শিশুটির বাবা জানান, তিনি ও তার স্ত্রী পোশাক কারখানায় স্টোনের কাজ করেন। স্ত্রীর অনুপস্থিতিতে তিনি মেয়েকে আত্মীয়ের জিম্মায় রেখে কাজে যান। রাত ১০টার দিকে বাসায় ফিরে মেয়েকে খুঁজে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ঘাটেশ্বর প্রাইমারি স্কুল সংলগ্ন সাততলা একটি ভবনের নিচতলায় মেয়েকে পাওয়া যায়।


তিনি বলেন, আমাদের দেখে মেয়ে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরে সে জানায়, পুতুল কিনে দেওয়ার লোভ দেখিয়ে ওই ভবনের মালিক জসিম ছাদে নিয়ে যায় এবং তার সঙ্গে খারাপ কাজ করে। এরপর আমরা পুলিশকে জানাই এবং থানায় মামলা করি।

তিনি আরও বলেন, ঘটনার পর থেকে জসিম পলাতক। পরে মেয়েকে পুলিশের সহায়তায় চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এসেছি। বর্তমানে ঢাকা মেডিকেলের ওসিসিতে ভর্তি আছে।

কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ারুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে জানতে পেরে ভুক্তভোগী শিশুর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (মামলা নম্বর-১৪) দায়ের করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত জসিম পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত