রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
কেসিসির ১১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খালেদ গ্রেপ্তার
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৫:৫৯ PM
খুলনা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও খালিশপুর এলাকার বাসিন্দা নাইমুল ইসলাম ওরফে খালেদ। 

সোমবার (১৪ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহানগর ডিবির একটি টিম খালিশপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে নিজ বাসা থেকে গ্রেফতার করে।

অভিযানটি পরিচালনা করেন মহানগর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. তৈমুর ইসলামের নেতৃত্বাধীন একটি চৌকস টিম। গ্রেফতারকৃত খালেদের বিরুদ্ধে খালিশপুর থানায় এফআইআর নম্বর-১১, তারিখ ৩০ আগস্ট ২০২৪; এবং জি.আর নম্বর-২৬১/২০২৪, ধারাসহ একটি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি হিসেবে পলাতক ছিলেন।

পুলিশ জানায়, নাইমুল ইসলাম খালেদের বিরুদ্ধে বিভিন্ন সময় দায়ের হওয়া চারটি মামলা রয়েছে। এছাড়া সাম্প্রতিক সময়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যাহত করতে তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ডিবি ওসি মো. তৈমুর ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে বাসা থেকেই গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত