চলতি অর্থ বছরে “কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প” এর আওতায় নীলফামারীর ডোমারে কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। মেলা উপলক্ষে র্যালি আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার শিল্পকলা একাডেমি চত্ত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তিনদিন ব্যাপি কৃষি মেলার আয়োজন করেন। উপজেলা নির্বাহী অফিসার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ ফরহাদুল হক, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ রাজিয়া সুলতানা, প্রাণি সম্পদ অফিসার ডা. ওসমান গনি, পল্লী উন্নয়ন অফিসার আবু রাহাদ সোহেল, সমাজসেবা অফিসার ফিরোজুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার হাফিজুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ন আহবায়ক মাহির মিলন, সংগঠক শরিফ হোসেন, জামায়াতে ইসলামী উপজেলা শাখার সাবেক সেক্রেটারী আব্দুল হক প্রমূখ উপস্থিত ছিলেন।
মেলায় ১৩টি স্টল স্থান পেয়েছে। আগামী বৃহষ্পতিবার আনুষ্ঠানিক ভাবে মেলার সমাপনী ঘোষণা করা হবে।